প্রথমে আপনার পিসির ব্রাউজার ওপেন করুন তারপর এড অন্স এ ক্লিক করুন তারপর firebug লিখে সার্চ দিন তারপর সেটি ইনস্টল করুন । ব্রাউজার রিস্টার্ট করুন। এবার ইন্ডিয়ান ভিসার  সাইটে ভিজিট করুন তারপর  এই অপসন টি তে ক্লিক করুন Print Registered
Application
  তারপর যে কোন মিশন সিলেক্ট করুন । দেখবেন যে Get Appointment বাটন টি নেই । নিচের স্ক্রীনশট টি দেখুন ।

এবার  আপনার  কাঙ্খিত মিশনের উপর মাউস এর রাইট ক্লিক করুন । তারপর একদম নিচে Inspect Element With Fire Bug এ ক্লিক করুন ।   দেখুন নিচে।

তারপর দেখুন । একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। সেখান থেকে BGDD0 থাকবে আপনাকে BGDD1 করে দিতে হবে। নিচে স্ক্রীন্সট দেখুন ।

তারপর দেখুন  Get Appointment চলে এসেছে …… নিচে দেখুন ।

তবে  নির্দিষ্ট সময়ের আগে Get Appointment বাটনে ক্লিক করবেন না । আর যদি ক্লিক করেন তাহলে  পেজ টি রিফ্রেশ হবে এবং Get Appointment বাটন টি আবার উধাও হয়ে যাবে । So be care full……………
পোস্ট টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । নিয়মিত আপডেট এর জন্য নিয়মিত ভিজিট করুন ।