ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে

  1. একটি ভ্যালিড বাংলাদেশী পাসপোর্ট , যার ডেট অফ এক্সপায়ার থাকতে হবে কমপক্ষে ১ বছর।
  2. এককপি ২গুন ২সাইজের সদ্য তোলা ছবি। এই ছবিটি আপনাকে ফর্ম পূরণ করার সময় স্ক্যান করে অনলাইনে দিয়ে দিতে হবে।
  3. একটি ২ মাসের ব্যাংক Statement ব্যালান্স সর্বনিন্ম ২০,০০০/- টাকা থাকতে হবে।
  4. একটি কাউন্সিলর/চেয়ারম্যান এর সার্টিফিকেট।
  5. একটি বিদ্যুৎ বিল/গ্যাস বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
  6. একটি জাতিয় পরিচয় পত্রের ফটোকপি।
  7. আপনার পেশা যদি ব্যাবসা হয় তবে ট্রেড লাইসেন্স এর কপি। ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য তাদের বাবামায়ের Bank Statement এবং অবশ্যই বাবামায়ের এ্যাপয়েনমেন্ট ডেট এর প্রিন্টকৃত ডকুমেন্টস সাথে দিতে হবে। কোনক্রমেই বাবা মায়ের এ্যাপয়েনমেন্ট ডেট এর আগে তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের এ্যাপয়েনমেন্ট ডেট হলে তা গ্রহন যোগ্য হবে না।
  8. আপনি যখন এ্যাপয়েনমেন্ট ডেট পাবেন তখন একটি প্রিন্টকৃত ডকুমেন্টস।